মেধাবীরাই দেশের সম্পদ- শুকলাল দাশ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : মেধাবীরাই দেশের সম্পদ। মেধা ও মননের সাথে প্রয়োজন মানসিক বিকাশ। মানসিক ও শারীরিক বিকাশে প্রয়োজন সহপাঠক্রমিক কার্যাবলি। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। তবে সৃজনশীল মানুষ হতে দরকার মননশীল চিন্তা চেতনার চর্চা। স্বপ্ন দেখতে পারলে তবে বড় মানুষ হওয়া সম্ভব।

রবিবার ১৮ মার্চ পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক শুকলাল দাশ এসব কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য প্রবীন কুমার ঘোষ, শাহ আলম ভুঁইয়া, শিক্ষক প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ খালেদ, মেছবাহুল হক, প্রাক্তন সদস্য মো. ইলিয়াছ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক মীর মো. আব্দুল মোন্এম, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, রফরফের নূর সিদ্দিকা, এস এম বোরহানউদ্দীন, তনি সেন, তাসলিমা আলম, মনোয়ারা বেগম, ফাতেমা তুজ জোহরা, রোকসানা আক্তার, বহ্নি দত্ত, সুমি দত্ত, আফরোজা আক্তার, সঞ্চিতা সিকদার প্রমুখ। পরে প্রথম থেকে দশম শ্রেণির বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.