সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল ১ম কাবাডি লিগের শুভ উদ্বোধন

0

  প্রেস বিজ্ঞপ্তি

সিজেকেএস প্রশিক্ষণ মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল ১ম বিভাগ কাবাডি লিগ ২০১৫ আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করেন।

সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও কাবাডি কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার ও কাবাডি কমিটির সম্পাদক এবিএম মাহবুবুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, নির্বাহী সদস্য আল্লামা মোঃ ইকবাল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোঃ মশিউর রহমান চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী, কাবাডি কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ এনামুল হক, যুগ্ম-সম্পাদক প্রবীন কুমার ঘোষ, শাহ জালাল উদ্দিন, সদস্য মজিবুর রহমান, গিয়াসউদ্দিন বাবর, সাইফুল ইসলাম, আবদুল মাবুদ, কাউন্সিলর আক্তারুজ্জামান, শাহাদাত হোসেন, মোরশেদুল আলম, অনুপ বিশ্বাস সহ অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বক্সিরহাট ইয়ং মেনস্ ক্লাব ৬৬-৫৫ পয়েন্টে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীকে, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা ৬১-৯ পয়েন্টে অছি ক্লাবকে, চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা) ৫৮-৪৫ পয়েন্টে লিটল ব্রাদার্সকে, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৪০-১৯ পয়েন্টে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবকে, নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৪৭-২৯ পয়েন্টে ক্রিসেন্ট ক্লাবকে, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ৪৮-১৬ পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লি: (জুনি:)কে, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৫১-৩৪ পয়েন্টে ইয়ং স্টার ব্লুজকে এবং বাকলিয়া একাদশ ৪৮-২৪ পয়েন্টে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে।
আগামীকাল লিগের ৮টি খেলা অনুষ্ঠিত হবে। তিনটায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) বনাম আমিন ইউনাইটেড এস.সি., হালিশহর লাকী ক্লাব বনাম বার্ডস স্পোর্টিং ক্লাব, সাড়ে তিনটায় বিসিআইসি ক্রীড়া সংসদ বনাম সাউথ এন্ড ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন বনাম সাউথ ক্লাব, চারটায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম ফুটবল ক্লাব, শতদল ক্লাব বনাম কর্ণফুলী স্পোর্টস একাডেমী, সাড়ে চার টায় কল্লোল সংঘ বনাম পাঁচলাইশ যুব সংঘ এবং উল্লাস ক্লাব বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) পরষ্পরের মোকাবেলা করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.