অবশেষে আশ্রয় পেল দৃষ্টিপ্রতিবিন্ধী রেজিয়া

0

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে এক সংবাদকর্মীর সহায়তায় রংপুরের গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থায় আশ্রয় পেল অসহায় অন্ধ রেজিয়া বেওয়া (৬৫)। গত ৬ মাস ধরে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৫ নং প্লাটফরমে খোলা আকাশের নীচে অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মরণাপন্ন অন্ধ রেজিয়া বেওয়ার অসহয়াত্বের বিষয়ে ব্যক্তিগত ভাবে গনমাধ্যমের সাহায্যে বিভিন্ন স্থানে যোগাযোগ করেন জাতীয় পত্রিকা দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি সাংবাদকর্মী জাকির হোসেন।

তারই প্রেক্ষিতে ৩১ মার্চ গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মারুফ কেইন বৃদ্ধাকে নিতে আসেন পার্বতীপুর। পরে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মীর মনিরুল ইসলামের সাথে পরামর্শক্রমে সাংবাদিক জাকির হোসেন ও রেলওয়ে থানার ওসি বৃদ্ধাকে সংস্থার পরিচালকের হাতে তুলে দেন। সে সময় গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জানান – এখন থেকে আমৃত্যু পর্যন্ত সংস্থা (ওল্ড হোম) তার চিকিৎসাসহ ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করবে। রংপুরের বদরগঞ্জ উপজেলার হাসিনা নগরে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে সংস্থাটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.