মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা

0

সিটি নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে এক ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত ফাদি আল বাতশ মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

কুয়ালালামপুরের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আবাসিক এলাকায় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে তাকে।

হামাস এবং তার পরিবারের দাবি, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি ব্যতিক্রমী বিজ্ঞানী ছিলেন, বিদ্যুৎ ক্ষেত্রে ফিলিস্তিনে ব্যাপক অবদান ছিল তার।

দেশটির পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কুয়ালালামপুরের নিজ বাড়ির সামনে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা প্রায় ২০ মিনিট ধরে তার জন্য অপেক্ষা করছিল।

তারা তাকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে চারটি তার মাথায় ও দেহে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষকের।

হামাস টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আল-বাতশ হচ্ছেন গাজা উপত্যকার জাবালিয়া এলাকা থেকে আসা তরুণ ফিলিস্তিনি বুদ্ধিজীবী। তিনি ছিলেন ব্যতিক্রমী বিজ্ঞানী যার বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক অবদান ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.