পাঁচ প্রতিষ্ঠানের নিশ্চয়তা পেলো বিসিবি

0

সিটিনিউজবিডি :   রোববার ছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেয়ার শেষ দিন। তবে শেষ দিনে রংপুরসহ বিসিবির কোষাগারে জমা পড়েছে মোট পাঁচ প্রতিষ্ঠানের অর্থ। এর মধ্যে রয়েছে পুরানো দুটি এবং নতুন তিনটি প্রতিষ্ঠান।

আগের আসরের দুই প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড (রংপুর), রয়্যাল স্পোর্টিং লিমিটেড (সিলেট) ছাড়া নির্দিষ্ট সময়ে অর্থ জমা দেওয়া নতুন তিন প্রতিষ্ঠান হল ডিবিএল গ্রুপ, ঢাকা ডিনামাইটস (বেক্সিমকো), এক্সিওম টেকনোলজিস। তবে এ সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে রোববার আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য সিলেট রয়্যালসের পর রোববার শেষদিনে রংপুর রাইডার্স এর মালিকানা প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড নির্ধারিত পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। রোববার দুপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা রফিকুল বিসিবি’র কাছে এ অর্থ জমা দেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আজ জমা দিয়ে দিয়েছি। আশা করছি, এবার আমাদের রংপুর রাইডার্স নামেই দল দেওয়া হবে। তবে বাংলাদেশের যে কোনো বিভাগকে দিলেও আপত্তি থাকবে না। দল পেলে দেশের ভালোমানের ক্রিকেটারদের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকবে। আমার মনে হয় এবার সুন্দর একটা ইভেন্ট আয়োজন করবে বিসিবি।’

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সিলেট রয়্যালস পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টির টাকা বিসিবি’তে জমা দিয়েছিল। এছাড়া ফ্র্যাঞ্চাইজি হতে ইচ্ছুক এমন নতুন ১১টি কোম্পানির মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠানের পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি বুঝে পেয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিসিবির এক্সপ্রেসশন অব ইন্টারেস্টের বিজ্ঞাপনের প্রেক্ষিতে বেশ কয়েকটা কোম্পানি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। আজ পর্যন্ত আমারা পাঁচটা কোম্পানির নিয়শ্চতা পেয়েছি। আরও বেশ কয়েকটা কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। যারা নিশ্চয়তা দিয়েছে তারা হল, ডিবিএল গ্রুপ, ঢাকা ডিনামাইটস (বেক্সিমকো), এক্সিওম টেকনোলজিস, আই স্পোর্টস লিমিটেড (রংপুর), রয়্যাল স্পোর্টিং লিমিটেড (সিলেট)। আসলে পুরো ফিনান্সিয়াল মডিউলটা ও টুর্নামেন্টের বিষয়টা হয়তো তারা বুঝার চেষ্টা করছে। সে জন্যই হয়তো সময় নিচ্ছে। ইতোমধ্যে যারা আবেদন করেছে, তারা বিষয়টা জেনেই আবেদন করেছে। আমার মনে হয় তারাও এ নিয়ে কাজ করছে।’

সময় বাড়ানো হবে নাকি পাঁচটি দল নিয়েই বিপিএলের তৃতীয় আসর শুরু হবে- এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এটা অবশ্য বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে হবে। তারা সিদ্ধান্ত নেবে কি করবে, কি করবে না। আমরা এখন পর্যন্ত ৫টার গ্যারান্টি পেয়েছি। যেহেতু আরও প্রতিষ্ঠান যোগাযোগ করছে, তাছাড়া আমাদের বোর্ড মিটিংও সামনে রয়েছে। সুতরাং, এখনও সুযোগ আছে।’

টুর্নামেন্ট আয়োজন হবে কম করে হলেও ৭ দল নিয়ে। এখন পর্যন্ত আগ্রহ দেখিয়েছে মাত্র ৫টি। তাহলে কয়টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হবে? এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা তো চাই ৭টা দল নিয়ে টুর্নামেন্টটা করতে। বোর্ড সভাতেই এ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। তার আগে অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ নিয়েও আলোচনা হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.