র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

0

সিটিনিউজবিডি :  সুন্দরবনের র‌্যাব-৮ ও বনদস্যু মনির বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল নিহত হয়েছে। নিহত খলিলের বাড়ি বাগেরহাটের শরণখোলায়।  ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ১১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ এর সিও (অধিনায়ক) লে: কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব সদস্যরা অন্যান্য দিনের মত নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দরজার খালে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু মনির বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল (৩০) ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। বাহিনীর অন্য সদস্যরা বনের গহীনে পালিয়ে যায়।

স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে বনদস্যু খলিল বলে চিহ্নিত করে। পরে ঘটনাস্থল থেকে ৪টি একনালা বন্দুক, ৩টি কাটা রাইফেল, ১টি এয়ার গান, ৩টি এলজি, ১টি দুই নালা বন্দুক, ৩২ রাউন্ড পয়েন্ট টুটুবোর রাইফেলের তাজা গুলি, ১৫ রাউন্ড একনালা বন্দুকের গুলি, ৬৭ রাউন্ড এয়ার গানের গুলি, ৩০ রাউন্ড দুই নালা বন্দুকের গুলির খোসা, ৬টি ধারালো অস্ত্র, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড ও দস্যুদের ব্যবহৃত টোকেন উদ্ধার করেছে র‌্যাব।

অস্ত্র-সস্ত্রসহ নিহতের লাশ শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.