গার্মেন্টস শ্রমিকদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ফারুক মইনউদ্দিনের ছোট গল্প ‘শরীরবৃত্তীয়’ অবলম্বনে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’।

সাম্প্রতিক সময়ের তরুণ নির্মাতা অনিক কান্তি সরকার লিখেছেন চিত্রনাট্য আর সেই চিত্রনাট্যকে সেলুলয়েডে রূপ দিয়েছেন সোহেল রানা বয়াতি। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে।

চিত্রনাট্যকার অনিক কান্তি সরকার জানান, ‘গার্মেন্টস শ্রমিকদের ঝুকিপূর্ণ জীবনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। আশা করি কাজটি দর্শকদের ভাল লাগবে’।

নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ যাদের ঘামে-শ্রমে আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন। শিগগিরই চলচ্চিত্রটি অন্তর্জালে মুক্তি পাবে বলে আশা করেন নির্মাতা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.