ইউটিউবের রেকর্ড ভাঙলো ‘অপরাধী’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ ::  বাংলাদেশে ইউটিউবের সব রেকর্ড ভাঙলো ঈগল মিউজিক থেকে প্রকাশিত গান ‘অপরাধী’। গানটি নতুন একটি ইতিহাস তৈরি করেছে। মাত্র ২৩ দিনে দুই কোটি ভিউ হয়েছে গানটির। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

বাংলাদেশের ইউটিউবে প্রকাশিত গানের ইতিহাসে এটি একটি রেকর্ড। ‘অপরাধী’ শীর্ষক গানটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী আরমান আলিফ।

কথা ও সুরও তার। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। তাতে অভিনয় করেছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন।

চমৎকার গান হলে অল্প বাজেটের মানানসই মিউজিক ভিডিওতেও যে সফলতা অর্জন করা যায় তার উদাহরণ এ গানটি।

এ বিষয়ে ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, এটা আমাদের পুরো ঈগল টিমের কৃতিত্ব। আসলে ভালো অডিও হলে যে একটি মোটামুটি মানের ভিডিও দর্শক সাদরে গ্রহণ করে এ গানটি তার উদাহরণ হয়ে রইলো।

আমি চাই ব্যায়বহুল মিউজিক ভিডিওতে সংগীত সংশ্লিষ্টরা মনোযোগী না হোক। মনযোগী হোক ভালো গান তৈরিতে। গানের সঙ্গে মিল রেখে ভিডিও তৈরিতে। আগে অডিওটা ভালো হতে হবে, তারপর ভিডিও।

আমরা চলতি বছর কেবল নতুন শিল্পীদের ভালোমানের গান প্রকাশ করছি। সঙ্গে মানানসই ভিডিও। যার ফলাফল পেয়েছি। নতুন শিল্পীদের গানও আমাদের এখান থেকে বেরিয়ে এসেছে। এটাই আমাদের প্রাপ্তি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.