বোয়ালখালীতে ২৫ মণ আম ধ্বংস

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটি নিউজ : ৬৪গ্রাম ওজনের প্যাকেটে করে পণ্য বিক্রি করে আসছিল বোয়ালখালী উপজেলা সদরের ফুলকলি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৩ মে) এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না রাখার দায়ে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া শাকপুরা চৌমুহনী বাজারে তিন ফল ব্যবসায়ীকে রাসায়নিক মিশ্রণে পাকানো অপরিপক্ক আম বিক্রির দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে এ আদালত। এসময় ২৫ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়।

এ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম। তিনি জানান, অপরিপক্ক কাঁচা আম রাসায়নিক মিশ্রণে পাকিয়ে তা বিক্রি করছিল ব্যবসায়ীরা। এ আম বিক্রির দায়ে তিন ফল বিক্রেতাকে জরিমানা করা হয় ও এসব আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া ফুলকলিকে মূল্য তালিকা না রাখা ও ওজনে কারচুপির দায়ে জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.