মাদক নির্মূলে নগরবাসীর সহযোগিতা কামনা করি-পুলিশ কমিশনার

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার বলেন, মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। সাংবাদিকদের কাছে কোন তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেন। মাদক নির্মূলে নগরবাসীর সহযোগিতা কামনা করি।

শনিবার ২ জুন সকাল ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংসকালে অনুষ্ঠানে তিনি এসব বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম, চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) মোঃ মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,পুলিশ কমিশনার মহোদয় ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ছিল ইয়াবা ১৫,৩৮,৫০০ পিস এবং গাঁজা ০৯ কেজি ৮০০ গ্রাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.