সরকারি ঔষুধ মিলল ফার্মেসিতে,গ্রেফতার ১

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন গ্রিনভ্যালী আবাসিক এলাকায় ‘গ্রিনভ্যালী মেডিসিন কর্ণার’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ দীপক দাশ (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া দীপক দাশ সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া গ্রামের সরকার বাড়ির ব্রজেন্দ্র দাশের ছেলে। তিনি গ্রিনভ্যালী আবাসিক এলাকার ইসলাম সাহেবের বাড়ির ভাড়াটিয়া এবং ও গ্রিনভ্যালী মেডিসিন কর্ণার নামে দোকানের মালিক।

জব্দ করা সরকারি ওষুধের মধ্যে রয়েছে- প্রোসাই ক্লিডিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, হিপনোফাস্ট ইনজেকশন, সেফরাডিন ক্যাপসুল, ওমেপ্রাজল ক্যাপসুল, নোবেসিট ট্যাবলেট, ইটোরেক ট্যাবলেট, কনসুকন ট্যাবলেট ও ডিজমা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপক ডিবি পুলিশ কর্মকর্তাদের জানান, জব্দ করা ওষুধ তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি ওয়ার্ডের টেকনিশিয়ান কাওছার হোসেনের কাছ থেকে কিনেছেন। প্রায় সময় সরকারি ওষুধ বিক্রির জন্য তাকে দিয়ে যান কাওছার। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.