কসাই ডাক্তারদের ফাঁসী চাই

0

জুবায়ের সিদ্দিকীঃ জীবন বহতা নদীর মতোই প্রবাহিত। আমার সহযোদ্ধা রুবেল খাঁন। জীবন যুদ্ধে এক আহত যোদ্ধা। ডাক্তারের ভুল চিকিৎসায় তার একমাত্র সন্তান শিশু কন্যা রাইফা ক্লিনিক নামের কসাইখানায় আরেক অর্থলোভী কসাই ডাক্তারের অবহেলায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

জীবন যেন তুচ্ছ তাদের কাছে। এত বড় দুর্ঘটনার পরও তারা ঐদ্ধত্যপূর্ণ আচরণ করে কোন সাহসে। এসব কসাই ডাক্তারদের ফাঁসী চাই। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের ক্ষমা নেই। আইনের আওতায় এনে ফাঁসী কাষ্ঠে দেখতে চাই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.