বোয়ালখালীতে তালা ভেঙে দোকান চুরি

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালী উপজেলার কধুরখীল উচ্চ বিদ্যালয় এলাকায় একটি দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে চোরের দল। ২২ জুলাই রবিবার দিবাগত রাতে সুকুমার স্টোরে এ চুরি সংঘটিত হয়েছে। 

দোকানের মালিক দোলন রায় জানান, রবিবার রাত ১০টার দিকে দোকান তালাবন্ধ করে বাড়ি চলে যায়। সোমবার সকালে দোকানে এসে দেখতে পায়, চোরের দল দোকানের ৪টি তালা ভেঙে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। 

পোপাদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম রাজু বলেন, চোরের দল দোকানের সব মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে এলাকায় পুলিশ টহল জোরদার করার জন্য থানা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.