তিন দিনের সফর শেষে দেশে ফিরলেন এরশাদ

0

সিটি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিন দিনের ভারত সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।

আজ  বুধবার (২৫ জুলাই) বিকেল ৪টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ- এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করবেন বলে জানান তার প্রেস সেক্রেটারী।

তার সফর সঙ্গী ছিলেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর মো. খালেদ আখতার (অব.)।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবদুল মান্নান, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, মাসুদ পারভেজ সোহেল রানা, এস.এম. ফয়সল চিশতি, এটিইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিস্টার দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. সেলিম উদ্দিন, মো. নোমান, পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ, মোঃ নুরুল ইসলাম নুরু, জিয়াউল হক মৃধা, নুরুল ইমলাম মিলন, এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর।

তার প্রেস সচিব জানান,আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পার্টির শীর্ষ নেতাদের ভারত সফর নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.