নভেম্বরে ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান!

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: পাকিস্তানের সুফি গানের শিল্পী রাহাত ফতেহ আলী খান আবার আসছেন বাংলাদেশে। আগামী নভেম্বরে ঢাকায় আসছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের এ ভাতিজা। রাহাত পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে আসছে তাকে। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য রুমা জানান, ‌‘আমরা চ্যানেল লাইভ থেকে প্রতি বছরই ভারতের বড় বড় শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করে থাকি। তারই ধারবাহিকতায় এ বছর নিয়ে আসছি রাহাত ফতেহ আলী খানকে। তার আসার বিষয়ে সকল কথা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আশা করি নভেম্বরেই আমরা তাকে নিয়ে দেশে কনসার্ট করতে পারবো।’

তবে রাহাত ফতেহ আলী খানকে নিয়ে কনসার্টির স্থান এখনও চূড়ান্ত হয়নি বলে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার। বসুন্ধরা কনভেনশন হল বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে কোন একটিতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অনন্য রুমা।

‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাহাত।

রাহাত ফতেহ আলী প্রথমদিকে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। কাওয়ালি ছাড়াও গজল সঙ্গীতে তার খ্যাতি রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.