কোরিয়ায় নৌকাডুবিতে আটজনের প্রাণহানি

0

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি জেলে নৌকা উল্টে কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। উদ্ধার করা হয়েছে আরো তিনজনকে।

রোববার দেশটির উপকূলীয় রক্ষীরা জানিয়েছেন, শনিবার রাতে চুজা দ্বীপে ওই নৌ দুর্ঘটনাটি ঘটে। রোববার সকালে তারা ওই দ্বীপের কাছে নৌকার ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার পর এ সম্পর্কে নিশ্চিত হন। পরে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনার ফলে প্রায় ১০ টন ওজনের একটি তিমিমাছ হারিয়ে গেছে বলেও তারা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে উপকূলীয় রক্ষীদের ধারণা, তিমিটি নৌকাটিতে ওঠানোর পরই অতিরিক্ত ওজনের ফলে এটি ডুবে যায়।

ডুবে যাওয়ার সময় নৌকাটিতে কত জন আরোহী ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সরকারি হিসেব অনুযায়ী এতে ২২ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। যদিও এদের মধ্যে কোনও পেশাদার জেলে ছিল না।

দক্ষিণ কোরিয়া নৌ দুর্ঘটনা কোনো দুর্লভ বিষয় নয়। নানা রকম অব্যবস্থার কারণে সেখানে প্রায়ই নৌ দুর্ঘটনা হয়ে থাকে। দেশটিতে গতবছর এক ফেরি দুর্ঘটনায় নিহত হয়েছিল তিন শতাধিক মানুষ যাদের অধিকাংশই ছিল স্কুলছাত্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.