রোববার মাছরাঙ্গা টিভিতে টেলিফিল্ম ‘দখিনা পবন’

0

সিটি নিউজ ডেস্ক : রূপকথা, কলি ও সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী। রূপকথা বাম রাজনীতির সাথে জড়িত। সবুজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। সবুজ রূপকথাকে ভালবাসে। কিন্তু রাজনীতি আর পড়ালেখা ছাড়া এ সব প্রেম-ভালোবাসা রূপকথা ভালো লাগে না। সবুজ যখন রূপকথার কাছ থেকে সাড়া পায় না, তখন সে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে। এতে রূপকথার মধ্যে হিংসে তৈরি হয়। রূপকথা বুঝতে পারে সে নিজেও সবুজকে ভালোবাসে।

এভাবে এগিয়ে যায় টেলিফিল্ম ‘দখিনা পবন’র কাহিনী। ঈদ উল আযহার পঞ্চম দিন রোববার রাত সাড়ে ১১টায় মাছরাঙ্গা টিভিতে প্রচারিত হবে এটি। ‘দখিনা পবন’ রচনা করেছেন আহসান আলমগীর। টেলিফিল্মটি পরিচালনা করেছেন চট্টগ্রামের ছেলে ও গ্রুপ থিয়েটার নাট্যাধারের সদস্য শাখাওয়াত শিবলী। চট্টগ্রাম বিদ্যালয়ে নাটকটির শুটিং হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, সজল, শ্রাবন্তী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.