খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না

0

সুজিত দত্ত,পটিয়া : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে যাবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমাদের প্রধান দাবি তার মুক্তি। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেত্রীর মুক্তির জন্য এবং সুষ্ট নির্বাচনের জন্য। খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে তাকে জামিনে মুক্তি দিচ্ছে না বলে অভিযোগ করে বলেন, সুষ্ট নির্বাচনের পূর্বশর্ত হল লেভেল প্লেয়িং ফিল্ড। চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস মিয়া বলেন, খালেদা জিয়া জেলে থাকবেন আর প্রধানমন্ত্রী ক্ষমতায় হাতে রেখে নির্বাচন করবেন এদেশের জাতীয়তাবাদী শক্তি কোন অবস্থাতে মেনে নেবে না।

তিনি গত বৃহস্পতিবার ২৩ আগস্ট দুপুরে পটিয়ার ছনহরা নিজ বাস ভবনে পটিয়া উপজেলা, পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছনহরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশিদ দৌলতী, পটিয়া পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, সহ-সভাপতি সোলায়মান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম সিকদার, মো. জসিম উদ্দিন, মাহবুবুল আলম আলমদার, জাগির হোসেন মেম্বার, আবুল কাশেম চেয়ারম্যান, ইউসুফ রশিদ বেলাল, মীর মদন, মো. ইছহাক, মো. নাছির, নুরুল হক মেম্বার, আবু জাফর চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শাহজাহান, মো. জসিম, মো. রফিকুল ইসলাম, নুরুল হক, যুবদল নেতা আবুল করিম মেম্বার, জাহেদুল হক মেম্বার, আরফ আলী চৌধুরী, আলমগীর মেম্বার, মামুন সিকদার, সোহেল সিকদার, মো. নজরুল, আবু তাহের, খোরশেদ আলম, শাহজাহান সাজু, মঞ্জুর, মো. আবদুল আলম, নুর মোহাম্মদ, আবছার আলমদার, মো. শাহজাহান মেম্বার, মো. আবু জাফর, পটিয়া ছাত্রদলের আহবায়ক এস.এম সুমন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, জেলা সদস্য ওয়াসিম, এমএ রুবেল, আবদুস সোবহান, রুবেল সিকদার, বেলাল উদ্দিন টিপু, শাহজাহান, জয়নাল, মো. সাইফুদ্দিন ওয়াসিম, রুবেল, কামরুল হাসান প্রমুখ। পরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.