এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল

0

সিটিনিউজবিডি : এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নতুন স্কেলে ১ জুলাই থেকেই মূল বেতন পাবেন। তবে কীভাবে তাদের বেতন-ভাতা দেওয়া হবে তা পর্যালোচনা করে নির্ধারণ করা হবে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০১৩’ ও ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০১৩’ এবং এ সংক্রান্ত সচিব কমিটির

সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-

কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কীভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে তা পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করবে অর্থ বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি পরিপত্রও জারি করবে অর্থ বিভাগ।’

‘তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন পাবেন। তবে পর্যালোচনা করতে কিছুদিন সময় লাগতে পারে’ বলেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.