‘স্বপ্ন দেখতে থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ডিজিটাল সেনসেশন মিথিলা পালকার, তিনি ইউটিউব ওয়েব সিরিজ ‘গার্ল ইন দ্য সিটি’-তে মীরা চরিত্রের জন্য বিখ্যাত। ‘লিটল থিংস’-এও অভিনয় করছেন তিনি।সম্প্রতি ‘কারওয়ান’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে ২৮ বছর বয়সী এ সুন্দরীর। ছবিতে ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান খান ও দুলকার সালমান।

মিথিলা পালকার বলেছেন, ‘এই চিন্তা কখনো ছিল না। কিন্তু আজ আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণটা আমি জানি। বহুবার অভিনয় ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু এটা আমাকে ফিরিয়ে এনেছে। আমি ছেড়ে দিতে চাইলেও এটা আমাকে খুঁজে নিয়েছে। তাই আমি অভিনেত্রীই হতে চাই, এ ছাড়া আর বিকল্প নেই।’

তাঁর মীরা চরিত্র বহু নারীর প্রেরণাদাত্রী। মেয়েদের উদ্দেশে তিনি কী বার্তা দিতে চান? ভারতের সংবাদমাধ্যমকে বলেন, ‘স্বপ্ন দেখতে থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। নিজের ওপর যদি বিশ্বাস না থাকে, তবে কেউ বিশ্বাস করবে না।’

গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন মিথিলা পালকার। গান শিখেছেন। ২০১৪ সালে শর্ট ফিল্ম ‘মজা হানিমুন’ দিয়ে অভিনয়ে প্রবেশ তাঁর। ছবিটি ১৬তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল।

অনলাইনে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘গার্ল ইন দ্য সিটি’র তৃতীয় অধ্যায়ের নতুন পর্ব প্রদর্শিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.