ইয়েমেনে বিমান হামলায় নিহত ২০

0

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় মঙ্গলবার কমপক্ষে ২০ ভারতীয় নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া এ বিষয়ে কিছু জানায়নি ভারত সরকারও।

স্থানীয় বাসিন্দা এবং জেলেদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ অঞ্চলের নিকটবর্তী ক্ষুদ্র নৌবন্দর খোকাতে দুটি নৌকার ওপর বোমা হামলা চালায় সৌদি জোট। এতে ২০ ভারতীয় নিহত হয়েছে। তারা ওই বন্দরে জ্বালানি চোরাচালানের কাজে নিয়োজিত ছিল।

তবে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা রাজধানী সানায় ওই বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এর আগে সোমবারের হামলায় আরো ১৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল স্থানীয় হাসপাতাল সূত্রগুলো।

এদিকে ২০ ভারতীয় নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্মকর্তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ খবর সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন মুখপাত্র বিকাশ স্বরূপ।

গত এপ্রিল থেকে ইয়েমেনের ভারতীয় দূতাবাস বন্ধ রয়েছে।

তবে এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি সরকারের প্রতি যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে সকল ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.