কেডিএস এক্সেসরিজ’র আইপিও লটারি অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামে কেডিএস এক্সেসরিজ লিমিটেড’র আইপিও লটারি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ক্লাবের ব্যাংক্যুইট হলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খলিলুর রহমান।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, প্রধান নির্বাহি দেবাশিষ দাশপাল, অ্যালায়েন্স সার্ভিস লিমিটেড’র চেয়ারম্যান তপন কান্তি পোদ্দার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সেটকম আইটি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সদেশ রঞ্জন সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, কেডিএস এক্সেসরিজ লিমিটেড’র শেয়ারহোল্ডাররা আজ থেকে আমাদের পরিবারের অংশ। তাদেরকে নিয়েই আমাদের আগামীর পথচলা।

তিনি বলেন, ১৯৬৬ সালে ট্রেডিং ব্যবসা করে আসছি। ১৯৮৩ সালে কেডিএস উতপাদনে যায়। বর্তমানে ২৫ হাজার লোকের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, গত ১০ আগস্ট ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। ২০ আগস্ট জমা দেওয়া শেষ সময় পর্যন্ত প্রতি লটের (২৫০ শেয়ার) বিপরিতে ৩৪ দশমিক ৫৫ টি আবেদন জমা পড়ে।

মোট শেয়ারের মধ্যে ৬০ শতাংশ সাধারণের জন্য, ২০ শতাংশ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের, ১০ শতাংশ কোটা এবং ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের জন্য।

আইপিও রেজাল্ট বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই) এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.