উন্নয়ন ফলক লাগানোর হিড়িক চন্দনাইশে

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী জাতীয় নির্বাচনের পূর্ব মুহুর্তে বিগত এক সপ্তাহে ২৬ টি স্কুল-মাদ্রাসা-কলেজ, ১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৪ টি ব্রিজ, ১৩ টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন করেন। মোট ৩শ ৭৭ কোটি ২২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪৪ টি প্রকল্পের উদ্বোধন করে।

প্রতিটি ভবন সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দোহাজারী চৌকিদার ফাঁড়িতে ৫১ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ, ধোপাছড়ি জিরিমুখ ব্রিজ ৪ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে, ধোপাছড়ি ছড়া ব্রিজ সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে, সাতবাড়িয়া মুহুরিহাট সংলগ্ন সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে আমানত ছফা-বদরুনেছা মহিলা ডিগ্রী কলেজ, বরমা ডিগ্রী কলেজ, পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাছাড়া প্রতিটি ভবন সাড়ে ৪ কোটি ব্যয়ে ৪ তলা বিশিষ্ট চন্দনাইশ সদরস্থ কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়, জোয়ারা বিসি উচ্চ বিদ্যালয়, পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বেগম-আবদুল হাই বালিকা বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, দিয়াকুল সানোয়ারা উচ্চ বিদ্যালয়, দোহাজারী-জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়, দোহাজারী-জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়, খানদীঘি উচ্চ বিদ্যালয়, বরকল ছালামতিয়া মাদ্রাসা, বরমা সিনিয়র মাদ্রাসা, হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসা, উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা, পশ্চিম এলাহাবাদ সিনিয়র মাদ্রাসা, পার্শ্ববর্তী সাতকানিয়ায় জনার কেওচিয়া উচ্চ বিদ্যালয়, কেওচিয়া উচ্চ বিদ্যালয়, বাজালিয়া উচ্চ বিদ্যালয়, বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, পুরানগড় উচ্চ বিদ্যালয়, রসুলাবাদ সিনিয়র মাদ্রাসা, চর খাগরিয়া জেবুন্নেছা দাখিল মাদ্রাসা, খাগরিয়া রসুলাবাদ দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়াও চন্দনাইশের কেশুয়া উচ্চ বিদ্যালয়, চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়, উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমূখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া ২২ লক্ষ টাকা ব্যয়ে কেশুয়া এসএম সড়ক, ২১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে সুচিয়া উচ্চ বিদ্যালয় সড়ক, ১৮ লক্ষ টাকা ব্যয়ে জামিজুরি-ঈদ পুকুরিয়া সড়ক, ৮ লক্ষ টাকা ব্যয়ে চাগাচর-ভোর বাজার সড়ক, ১৭ লক্ষ টাকা ব্যয়ে হাশিমপুর এবাদতখানা সড়ক, ৭ লক্ষ টাকা ব্যয়ে চরতি সড়কের সংস্কার কাজ শেষে আনুষ্ঠিক উদ্বোধন করেন।

এছাড়া ১ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে বরমা-মহাজনঘাটা-কালিহাট সড়ক, ৩২ লক্ষ টাকা ব্যয়ে খানহাট-হাশিমপুর সড়ক, ১৪ লক্ষ টাকা ব্যয়ে যতরকুল-বড়পাড়া সড়ক, ৫ লক্ষ টাকা ব্যয়ে নয়াহাট-খন্দাকার পাড়া জামে মসজিদ ওয়াল, মুরাদাবাদ সড়ক, সাতবাড়িয়া প্রবর্তক সড়ক, ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উত্তর জোয়ারা-দক্ষিণ পাড়া সড়ক, ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে দোহাজারী-হাশিমপুর-পটিয়া সড়ক, ৬৯ লক্ষ টাকা ব্যয়ে বৈলতলী-খাগরিয়া সড়ক, ৫ লক্ষ টাকা ব্যয়ে মুন্সী কেরামত আলী সড়ক, ১৬ লক্ষ টাকা ব্যয়ে কানাইমাদারী বৌদ্ধ বিহার সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৩শ ৭৭ কোটি ২২ লক্ষ ৭০ হাজার টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে চন্দনাইশে উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.