চন্দনাইশে সাজাপ্রাপ্ত ও মাদকসহ আটক-৭

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানামূলে এবং ইয়াবা, গাঁজাসহ ৭ জনকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদক সেবীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বুধবার ২১ নভেম্বর দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিচ ইয়াবাসহ তাদের ঘর থেকে বৈলতলীর জাফরাবাদ এলাকার আইয়ুব আলীর ছেলে মো. আবু তৈয়ব (৩৬), আবুল কালামের স্ত্রী সুরমা বেগম (৩৫)’কে আটক করে।

আবু তৈয়বের বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অন্যদিকে ১শ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবাসহ পশ্চিম পাঠানদন্ডীর মৃত সোলতান আহমদের ছেলে মো. শফিক (৪০)’কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ দিকে গ্রেপ্তারি পরোয়ানামূলে চন্দনাইশ পৌরসভার গাবতল এলাকার মৃত আমিনুল হক চৌধুরীর ছেলে মো. নাছির উদ্দিন (৩৯), হাজির পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. বেলাল (৩৪), পাশ্ববর্তী আনোয়ারা উপজেলার বটতল এলাকার নাগু মিয়ার ছেলে মো. রুবেল (২৮), দেলোয়ার হোসেনের ছেলে মো. কামাল (৩০) কে আটক করে।

আটককৃতদেরকে আজ বৃহস্পতিবার ২২ নভেম্বর আদালতে প্রেরণ করা হয়। সম্প্রতি এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় পুলিশ তাদের অভিযান বাড়িয়ে দিয়ে এসকল আসামীদেরকে আটক করেছে।

এদিকে মাদক সেবনের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ারা এলাকার নাগু মিয়ার ছেলে মো. রুবেল (২৮), মাইগাতা এলাকা গোপাল দাশের ছেলে অসীম দাশ (২৯) কে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.