সুতা তৈরির কারখানা করবে দেশবন্ধু গ্রুপ

0

অর্থবাণিজ্য ডেস্ক : দেশে প্রথম পূর্ণাঙ্গ পলিস্টার স্ট্যাম্পল ফাইবার (পিএসএফ-এক ধরনের পলিস্টার সুতা) তৈরির কারখানা করতে যাচ্ছে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘দেশবন্ধু ফাইবার লিমিটেড’। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সিমটেঙ ইউএসএ’-এর কারিগরি সহায়তায় পলিস্টার ফাইবারের চিফস তৈরি করে স্থানীয় স্পিনিং কারখানাগুলোকে স্বল্পমূল্যে সরবরাহ করবে। এ কারখানা স্থাপনে ব্যয় হবে প্রায় ১ হাজার কোটি টাকা।

দেশে পলিস্টার স্ট্যাম্পল ফাইবার কারখানা স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দেশবন্ধু গ্রুপের ব্যস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, ‘দেশের সর্ববৃহৎ রফতানি খাত তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ কোম্পানি স্পিনিং মিলগুলোতে বর্তমানে বছরে ৩ লাখ টন পলিস্টার স্ট্যাম্পল ফাইবারের চাহিদা রয়েছে। এতে প্রতিবছর ব্যয় হয় ৪৮০ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় ৩ হাজার ৮৮০ কোটি টাকা।’

তিনি বলেন, ‘এদিকে পলিস্টার ফাইবারের চাহিদা প্রতিবছরই ১২ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। আর এর কাঁচামাল শতভাগই আমদানি নির্ভর হওয়ায় মাঝে মধ্যেই সংশ্লিষ্ট রফতানিকারকরা উৎপাদন স্বল্পতার কথা বলে দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। তখন অনন্যোপায় হয়ে বর্ধিত দামেই তা আমদানি করে স্পিনিং মিলগুলোকে তাদের কাঁচামালের যোগান স্বাভাবিক রাখতে হয়।’

গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ স্থানীয় স্পিনিং মিলগুলোকে স্বল্পমূল্যে পলিস্টার স্ট্যাম্পল ফাইবার সরবরাহ করার জন্য দীর্ঘদিন ধরে আমেরিকার সিমটেঙ কোম্পানির সাথে আলাপ-আলোচনা ও সমীক্ষা শেষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে ৩০ একর জমির উপর এ কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছি। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ‘সিমটেঙ ইউএসএ’-এর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।’

তিনি বলেন, চুক্তির আওতায় মূলধনী যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেবে আমেরিকার সিমটেঙ কোম্পানি। আগামী দুবছরের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। পূর্ণোদ্যমে প্রকল্পটি চালু হলে বছরে ১ লাখ ২০ হাজার টন পলিস্টার স্ট্যাপল ফাইবার তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে মালেক স্পিনিং ও শাহাবুদ্দিন স্পিনিং এই চিফস থেকে এই পলিস্টার সুতা তৈরি করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.