শরণার্থীদের সমর্থনে ইউরোপে র‌্যালি

0

আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক, ‍যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, হাঙ্গেরি, নেদার‌ল্যান্ডস, সুইডেন ছাড়াও অস্ট্রেলিয়ায় গত শনিবার র‌্যালি বের হয়। খবর বিবিসি ও আলজাজিরার।
এদিকে গত শনিবার জার্মানির মিউনিখে আরও ৯ হাজার শরণার্থী প্রবেশ করেছে।

যুক্তরাজ্যের লন্ডনের ডাউনিং স্ট্রিটে শরণার্থীদের প্রবেশের অনুমতির দাবিতে জড়ো হয় হাজারো জনতা। প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে ‘ওপেন দ্য বর্ডারস’ (সীমান্ত খুলে দাও), ‘রিফিউজিস ইন’ (শরণার্থীদের প্রবেশ) লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। দেশটির অন্যান্য শহরেও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সুইডেনের রাজধানী স্টকহোমে প্রায় এক হাজার লোক র‌্যালিতে অংশ নেয়। তারা সরকারকে শরণার্থীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানায়।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে র‌্যালিতে অংশ নেয় অন্তত ৩০ হাজার ডেনিশ। তারা শরণার্থীদের দেশটিতে আমন্ত্রণ জানায়। দেশটির পার্লামেন্টের বাইরে অনুষ্ঠিত ওই র‌্যালিতে সরকারের অবস্থান পরিবর্তনেরও আহ্বান জানানো হয়।

হাঙ্গেরির বুদাপেস্ট, আয়ার‌ল্যান্ডের ডাবলিন, নেদারল্যান্ডসের দ্য হেগসহ ইউরোপের বিভিন্ন শহরে র‌্যালিতে জড়ো হয় হাজারো জনতা। অস্ট্রেলিয়ার সিডনিতেও শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এদিকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে পোল্যান্ডের ওয়ারশো, চেক প্রজাতন্ত্রের প্রাগু, স্লোভাকিয়ার ব্রাতিসলাভায় র‌্যালি করে কয়েক হাজার লোক।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী নিচ্ছে জার্মানি।

যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে ২০ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ডেনমার্ক চলতি বছর ২০ হাজার শরণার্থী নিতে পারে। গত বছর দেশটি ১৪ হাজার শরণার্থী নেয়।

সুইডেন গত বছর প্রায় ৮০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়। চলতি বছরও দেশটি একই পরিমাণ শরণার্থীকে আশ্রয় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.