গার্মেন্টসে ২০ সেপ্টেম্বরের মধ্যে বোনাস

0

সিটিনিউজবিডি :  আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গার্মেন্টস কারখানার শ্রমিকদের ঈদ-উল আযহার বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আশুলিয়ায় গার্মেন্টস মালিকদের মধ্যে ঈদ-উল আযহার বেতন-বোনাস পরিশোধ ইস্যুতে একটি বৈঠক হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০ সেপ্টেম্বরের মধ্যে সব মালিক কারখানার শ্রমিকদের বোনাস পরিশোধ করবেন। তবে সেপ্টেম্বরের বেতনের বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে মালিকরা পৌঁছাতে পারেননি বলে জানায় সূত্রটি। জানা গেছে, যেহেতু ২৫ সেপ্টেম্বর ঈদ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বৈঠকের শুরুতে ছুটির সময় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধের প্রস্তাবনা রাখা হয়।

কিন্তু এ সময় অনেক মালিকই চলতি মাসের অর্ধেক বেতন প্রদানের আর্থিক সক্ষমতা নেই বলে জানান। ফলে সেপ্টেম্বরের বেতনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মালিকপক্ষ। এসব বিষয় নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সহ সভাপতি মোঃ শহীদুল্লাহ আজীম।

তিনি বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যেই যাতে সব কারখানা মালিকরা ঈদ-উল আযহার বোনাস পরিশোধ করেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বরের মধ্যেই আগস্টের বেতন দিয়েছে বেশিরভাগ কারখানা। কিন্তু সেপ্টেম্বর মাসের বেতনের বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার যার সক্ষমতা অনুসারে মালিকরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। তবে শ্রমিকদের দাবি, সেপ্টেম্বর মাসের বেতন যাতে ছুটির আগেই দিয়ে দেওয়া হয়।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, গার্মেন্টস কারখানাগুলো ঈদের আগে ছুটি হয়ে তা খুলতে খুলতে মাসের শেষ হয়ে যাবে। এখন আগস্টের বেতনের পুরো টাকা দেওয়া হলে ঈদের আগেই শেষ হয়ে যাবে। এখন সেপ্টেম্বর মাসের বেতন যদি শ্রমিকরা না পান তাহলে কি করে ঈদে বড়ি যাবেন সে বিষয়ে কী মালিকপক্ষ একটু চিন্তা করে দেখেছেন!

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.