মক্কায় নিহতদের মধ্যে এক বাংলাদেশি শনাক্ত

0

কামাল পারভেজ ,মক্কা : মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি হজযাত্রীকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ আবুল কাশেম (৪৫)। বাড়ি চট্টগ্রামের কর্ণফুলিতে। পাসপোর্ট নম্বর বি ই ০১৯১৫৮৬, হাজী নম্বর ০২০৪২২৬ ও মক্তব নম্বর ১১১, গাইডের নাম নবাব মিয়া।

নিহত আবুল কাশেমের ভাই রিয়াদ প্রবাসী বখতিয়ার মাহমুদ রোববার সকালে বলেন, শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর থেকেই তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রোববার ভোরে মক্কার হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত হই।

এর আগে বাংলাদেশি এই হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেদ্দাস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম। বর্তমানে আবুল কাশেমের মরদেহ মক্কার আল নূর হাসপাতালে রাখা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে।” তবে এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.