গার্মেন্টস মালামালসহ চোর সিন্ডিকেটের ৪ জন গ্রেফতার

0

কারেন্ট টাইমসঃ ইপিজেড থানা পুলিশ বন্দরটিলা এলাকা হতে রপ্তানীযোগ্য মালামাল চোর সিন্ডিকেট দলের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলেন, মোঃ ওবাইদুর হক (৩৭), মোঃ তানভীর হাসান তারেক খান প্রকাশ রাসেল (২৮), মোঃ মনির হোসেন (৪১), মোঃ সোহাগ হোসেন (৩০)।

ইপিজেড থানা পুলিশ সোমবার দিবাগত রাতে এ অভিযান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সিএমপির হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশে রপ্তানীযোগ্য বিভিন্ন ব্রান্ডের পোষাক সামগ্রী (বয়েজ টপস ডেনিম নীট, বয়েজ টাইস, টপবাটন সেট, বয়েজ টি-শার্ট, ডেনিম জিন্স ট্রাউজার, ইউএস পলো টি-শার্ট) সর্বমোট-৭৪৭৯পিচ সর্বমোট ৪৫ বস্তা মালামাল উদ্ধার করা হয়।

যার মূল্য অনুমান-২৫ লাখ টাকা। আসামীরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অত্র ইপিজেড থানাধীন শিল্পাঞ্চল এলাকা (ইপিজেড ও কেইপিজেড) হতে গার্মেন্টসে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা ও শ্রমিকদের যোগসাজসে এবং নিজেরাসহ বিভিন্ন সময় রপ্তানী করাকালে বিভিন্ন যানবাহনের (যেমন-কাভার্ড ভ্যান, ট্রলী, লরী) তালা ভেঙ্গে চুরি করত। রপ্তানীযোগ্য গার্মেন্টস মালামাল সমূহ সংগ্রহ করে এবং গুদামজাত করে।

চোর সিন্ডিকেট দলের উক্ত সক্রিয় সদস্যরা পরবর্তীতে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে উক্ত চোরাই রপ্তানীযোগ্য মালামালসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করতো। ফলে দেশের রপ্তানী বাণিজ্য ক্ষতিগ্রস্থসহ আর্ন্তজাতিক বাজারে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.