পটিয়ায় আ.লীগ প্রার্থীর বিশাল শোডাউন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে।নির্বাচনী উত্তাপ চায়ের দেকানের গন্ডি পেরিয়ে গ্রামের মেঠোপথে। প্রার্থীরা নিজেরা সমর্থকদের নিয়ে শো’ডাউনে ব্যস্ত।

আজ বুধবার (২০ মার্চ) বিকেলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা: তিমির বরণ চৌধুরীর সমর্থনে এক বিশাল গাড়িবহর শোভাযাত্রা শোডাউন অনুষ্ঠিত হয়। উক্ত শোডাউন পটিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মুজাফরাবাদ, ভেল্লাপাড়া ক্রসিং পযর্ন্ত মহাসড়ক প্রদিক্ষণ করে পটিয়া উপজেলা গেইটে এসে শেষ হয়। এতে নেত্বত্ব দেন আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব।

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আলীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের প্যানেল চেয়ারমান দেবব্রত দাশ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক এম এ রহিম, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম ছিদ্দিকি, আ’লীগ নেতা নাজিম উদ্দীন পারভেজ, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান প্রমুখ।

পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে বঙ্গমাতা ফজিলেতুন্নেচ্ছা ফাউন্ডেশনের সভাপতি ও নারী নেত্রী মাজেদা বেগম (শিরু)। আগামী ২৪ মার্চ ৩য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্ধিতা করছে তাদের মধ্যে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার আলীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী (নৌকা),

স্বতন্ত্র প্রার্থী মহিলা দল নেত্রী আফরোজা বেগম জলি (আনারস), সাজ্জাদ হোসেন (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন পটিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (বই), দক্ষিণ জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী (উড়োজাহাজ), দেশরত্ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাহাব উদ্দিন (তালা)। এদের মধ্যে সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ও সাজ্জাদ হোসেনের তেমন প্রচারণা নেই।

অন্য ৪ প্রার্থীর ব্যাপক প্রচার-প্রচারণাও গণসংযোগ চলছে। আগামী কাল শুক্রবার রাত ৮ টায় প্রচারণা শেষ হবে। পটিয়া পৌরসভা ও উপজেলার ১৭ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৪২০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৩৬ হাজার ৬শ ৪০ জন। নিবার্চন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ জানান, নির্বাচনী দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ সহ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.