স্বাধীনতা দিবসঃ চন্দনাইশ পবিস’র ক্রীড়া প্রতিযোগিতা 

0

চন্দনাইশ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর উদ্যোগে টি-২০ ক্রিকেট ম্যাচ ও বিবিধ ক্রীড়া প্রতিযোগিতা এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ মার্চ গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন জোনের উপ-মহাব্যবস্থাপক যথাক্রমে প্রকৌশলী বেলায়েত হোসেন, আবুল বাশার, মোস্তাফিজুর রহমান, নাইমুর রহমান, রফিকুল আজাদ, এজিএম মাহাবুবুর রহমান, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহজাহান আজাদ, সাবেক এলাকা পরিচালক আবদুল কুদ্দুস ও আবদুস সোবহান।

এতে চট্টগ্রাম পবিস-১ এর আটটি উপজেলা জোনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সবশেষে উত্তর-দক্ষিণ দুই দলে বিভক্ত হয়ে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ রানের ব্যবধানে উত্তর (পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা) দলকে হারিয়ে দক্ষিণ (চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া) দল চ্যাম্পিয়ন হয়।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ ইমন। খেলা পরিচালক (আম্প্যায়ার) ছিলেন জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, শামীম খান ও বিকান্ত সোম। পরে জিএম মো. আবু বক্কর সিদ্দিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.