পটিয়ায় সওজের সড়ক প্রশস্তকরণ প্রকল্প উদ্বোধনে হুইপ

0

সুজিত দত্ত, পটিয়া, প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বর্তমান জাতির পিতার কণ্যা শেখ হাসিনার সরকার যোগাযোগ ক্ষেত্রে নব দিগন্তের সুচনা করেছেন। এ সরকার সারা দেশের সড়ক নেটওয়ার্কিং ব্যবস্থায় সাফল্য অর্জনের পাশাপাশি জেলা ও উপজেলা শহরগুলোর সাথে পার্শ্ববর্তী প্রতিটি এলাকার সড়ক যোগাযোগে যুগান্তকারী অনেক প্রকল্প বাস্তবায়ন করে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছেন।

এরই ধারাবাহিকতায় পটিয়ায় বাইপাস সড়ক নির্মান কাজ ইতিমধ্যেই প্রায় ৯৯ ভাগ শেষ হয়েছে। যা চালু হলে মহাসড়কের যানজট যেমন থাকবেনা। তেমনি পটিয়ার শহরের পরিধিও বৃদ্ধি পাবে। এছাড়াও পটিয়া-রাঙ্গুনিয়া-বোয়ালখালী-চন্দনাইশ-আনোয়ারার সাথেও সড়ক বিভাগের অধীনেও সড়ক নেটওয়ার্কিং এর জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা বাস্তবায়িত হলে পটিয়া সহ এ উপজেলাগুলোর মানুষের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে নব দিগন্তের সুচনা হবে। ফলে এ এলাকার কৃষি, মৎস্যসহ শিল্পায়নের ক্ষেত্রে অফুরন্ত সম্ভাবনা কাজে লাগিয়ে এ অঞ্চলকে একটি গ্রোথ সেন্টার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি গতকাল বিকেলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন জেলা সড়ক যাতায়াত মান উন্নীতকরণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের পটিয়ায় ২ টি সড়ক প্রশস্ত করণ কাজ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া ডাকবাংলো মোড়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখেন দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, আইয়ুব বাবুল, আ.ম.ম টিপু সোলতান চৌধুরী, চৌধুরী মাহবুবুর রহমান, আবদুল খালেক চেয়ারম্যান, চেয়ারম্যান এহসানুল হক, কাউন্সিলর এম খোরশেদ গনী, আবদুল মান্নান, এম এন এ নাছির, বিএম জসিম, আবু খান প্রমুখ। এতে এ প্রকল্প ব্যায়ের মধ্যেই দুটি সড়কে ১২টি কালভার্টও নির্মাণ করা হবে বলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.