পটিয়ায় দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে পহেলা বৈশাখ

0

সুজিত দত্ত,পটিয়া প্রতিনিধি: এসো মিলি প্রাণের পহেলা বৈশাখ উৎসবের এ শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষকে বরণ উপলক্ষ্যে পটিয়া দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে প্রতি বছরের ন্যায় এ বছরও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ফুটবল ম্যাচ, সাঁতার ও সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যেগে ও বর্ষ বরণ উৎসব গতকাল বিকালে শেখ রাসেল স্মৃতি মঞ্চে সুপ্রকাশ চক্রবর্তী (অপু) সভাপতিত্বে এডভোকেট অনিক দে যীশুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আ’লীগের সভাপতি মিহির চক্রবর্তী, শ্রেষ্ট শিক্ষক স্বপন কান্তি নাথ, বিকাশ দে বাবু, ইউপি মেম্বার অজিত দেবনাথ, রতন কুমার দে, কামাল উদ্দিন, বিপ্লব চক্রবর্ত্তী রিগ্যান, অর্পন চক্রবর্তী, রায়হান হামিদ অভি, কনক চক্রবর্তী, রিপন চক্রবর্তী, রিমন চক্রবর্ত্তী, প্রবীর চক্রবর্ত্তী, হৃদয় চক্রবর্ত্তী, নিশান চক্রবর্ত্তী, নয়ন চক্রবর্ত্তী, সজীব মিত্র, অভিষেক চক্রবর্তী, সনজয় দে, রাজিব মিত্র, মো: মোরশেদ, সন্তোষ চক্রবর্তী, কাজল, বিধান দে, কাজল চন্দ্র, নিখিল মিত্র দে, মো: আনোয়ার হোসেন, কানু দে, সজীব চক্রবর্তী, কাঞ্চন চক্রবর্তী, রুবেল চক্রবর্তী, কালু প্রমুখ।

এ সময় প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অংশ। নববর্ষের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি নববর্ষে পুরোনো জরাজীর্ণতাকে মুছে সকলকে উন্নত রাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নেওয়ার আহবান জানান। পটিয়ার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যকে ধারণ করেই এখানে প্রতি বছর বর্ষ বিদায় ও বর্ষ বরণের বর্ণিল নানান আয়োজনে অংশ নেওয়ার পরে বিজয়ী বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.