ক্রেন দুর্ঘটনার দায়ে লাদেন কোম্পানি বরখাস্ত

0

মোরশেদ রানা, মক্কা : পবিত্র মক্কায় মসজিদুল হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় মসজিদ সম্প্রসারণ কাজে নিয়োজিত বিন লাদেন কোম্পানিকে বরখাস্ত করেছেন সৌদি আরবের কিং সালমান বিন আব্দুল আজিজ আল সউদ।

বিন লাদেন কোম্পানির মালিকানাধীন ক্রেনের অংশ ভেঙ্গে পড়ে মসজিদুল হারামে ১০৭ জন হাজি নিহত হন। এবং অনেক আহত হয়েছেন। দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটি তদন্ত শেষে সিদ্ধান্ত দিয়েছে যে, শুক্রবারের(১১সেপ্টম্বর)যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তার জন্য বিন লাদেন কোম্পানি কিছুটা দায়ী।

সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কোম্পানিটি নিরাপত্তা বিষয়ক নিয়মাবলী ঠিকভাবে পালন করেনি। তাই কোম্পানির বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত এর নির্বাহীদেরকে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার।

তাছাড়া আইনী কার্যক্রম যতদিন চলবে ততদিন কোম্পানিটি নতুন কোনো প্রকল্পের কাজ করতে পারবে না
যদিও আগে মসজিদ সম্প্রসারণ কাজের দায়িত্বে থাকা বিন লাদেন কোম্পানির এক প্রকৌশলী দুর্ঘটনার জন্য কোম্পানির পক্ষ থেকে কোনো ধরণের নিরাপত্তা বা যান্ত্রিক ত্রুটি ছিলো না এমনটা দাবি করেছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.