বাংলাদেশে হামলার হুমকি আইএসের?

0

বাংলায় লেখা একটি পোস্টার প্রকাশ করে বাংলাদেশ অথবা ভারতের পশ্চিমবঙ্গে হামলার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস।

গত বৃহস্পতিবার জঙ্গি সংগঠনটির সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই পোস্টারে ‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ’ লেখা রয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই পোস্টার প্রকাশের তথ্য নিশ্চিত করে বিষয়টি নজরদারি করছেন বলে জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বৃহস্পতিবার রাতে প্রকাশ করা পোস্টারে ‘আল মুরসালাত’ নামে একটি গ্রুপের লোগোও রয়েছে। বাংলায় লেখা পোস্টার থেকেই ধারণা করা হচ্ছে- পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হামলার পরিকল্পনার রয়েছে তাদের।

গত ২১ ফেব্রুয়ারি ইস্টার সানডেতে শ্রীলংকায় ভয়বাহ হামলায় ২৫৩ জন নিহত হন। এতে আহত হয়েছেন ৫শ’র বেশি মানুষ। ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।

এরই মধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় জঙ্গি সংগঠনের কার্যক্রমের অস্তিত্ব মিলেছে। কয়েকটি ঘটনায় জঙ্গি সংগঠনের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

সার্বিক বিষয় বিবেচনায় রেখে নতুন করে আইএসে দেওয়া হুমকি নিয়ে মাঠে নেমেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.