সৌদি আরবে মর্টার হামলায় ২ বাংলাদেশি নিহত

0

প্রবাস ডেস্ক : সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় অন্তত দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে জানান, শুক্রবার স্থানীয় সময় সকালে ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন, টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা জিজান এলাকায় সামতাহ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। জিজান এলাকা পবিত্র মক্কা নগরী থেকে ১০০০ কিলোমিটার দূরে।

ইয়েমেনে বিদ্রোহী হুথি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি আরবের হামলার জবাবে মাঝে মাঝেই সৌদি সীমান্তে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে মাঝেমাঝেই প্রাণহানির ঘটনা ঘটে।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুতি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারিতে সরকার উৎখাত করে রাজধানী সানা দখল করে নেওয়ার পর থেকেই দেশটিতে অরাজক পরিস্থিতি চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.