চন্দনাইশে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার বিভিন্ন এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল গত ২৪ মে বিকালে অনুষ্টিত হয়।

মাও. সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী : চন্দনাইশ পৌরসভা সদর উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাশিমপুর মকবুলিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা সংলগ্ন মসজিদে বাদে জুমা হতে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল মাদ্রাসা অধ্যক্ষ মাও. মহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন, অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদেরী, বিশেষ মেহমান ছিলেন যথাক্রমে মাও. তাজ উদ্দীন, মাও. আবু ইউছুপ নুর আল কাদেরী, মাও. মো. কমরুদ্দীন নুরী, মাও. মনিরুল ইসলাম, আ. লীগ নেতা এম কায়ছার উদ্দীন চৌধুরী, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, ফেরদৌস ওয়াহেদ, এস.এম মুছা তসলিম, মো. মোনায়েম খান, আবদুল ওয়াহেদ, আজম খান, আবদুল মান্নান, মো. শফি, মাও. মো. ইকবাল, মোজাম্মেল হক বাবুল প্রমূখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদেরী।

আমরা ক’জন মুজিব সেনা : উপজেলার কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট সংলগ্ন এলাকায় আমরা ক’জন মুজিব সেনা নামে সংগঠনের আত্ম-প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, মাহে রমজানের তাৎপর্য, দোয়া ও ইফতার মাহফিল যুব নেতা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত ২৪ মে বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল হান্নান লিটন, আ.লীগ নেতা মেম্বার জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা মফিজুল ইসলাম সাবেক মেম্বার মো. এসহাক, যুবলীগ নেতা মফিজুর রহমান, মেম্বার আবু জাপর, প্রকৌশলী আবু আনোয়ার হোসেন, আমজাদ উল্লাহ, মাস্টার জাকের হোসেন, বাদশা মিয়া প্রমূখ।

চন্দনাইশ পৌরসভা যুবসেনা : চন্দনাইশ পৌরসভা যুবসেনার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় প্রধান মেহমান ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী। প্রধান আলোচক ছিলেন, মাও. মামুন উদ্দীন ছিদ্দিকী। আলোচনায় অংশ নেন, নুরুল আজম, রিদুয়ান সাঈদ, হাসান মুরাদ পারভেছ, আবদুল হামিদ, মো. আরাফাত, মো. আরমান, ও কাজী আরমান প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.