৫৬ সরকারি সেনার শিরশ্ছেদ করল আল কায়েদা

0

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর বিমান ঘাঁটিতে অন্তত ৫৬ সরকারি সেনাকে শিরশ্ছেদ বা হত্যা করেছে আল কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্ট। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর নুসরা ফ্রন্ট বিমানঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে মোট ৭১ জন সেনাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ার ‍গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই সংস্থাটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, কয়েকদিন আগে ওই সেনাদের হত্যা করা হয়।

সংস্থাটির পরিচালক রামি আব্দুল রহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘গতকাল (শুক্রবার) প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজ থেকে আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি।’

দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানঘাঁটিটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এ পর্যন্ত সরকারি বাহিনীর মোট ৭১ জন সদস্যকে হত্যা করেছে নুসরা ফ্রন্ট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.