রেলওয়ে থানায় নারীকে ধর্ষণের অভিযোগে ওসি, এএসআই প্রত্যাহার

0

সিটি নিউজ ডেস্ক : খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি ও সহকারী উপপরিদর্শককে (এএসআই) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফিরোজ আহমেদের বরাত দিয়ে সিটি নিউজের সংবাদদাতা জানান, পাকশী রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে ওসি ওসমান গনি ও এএসআই নাজমুল হককে খুলনা রেলওয়ে থানা থেকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে থানায় সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় পাকশী রেলওয়ে পুলিশের পক্ষ থেকে গত সোমবার (৫ আগস্ট) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ফিরোজ আহমেদ জানান, তদন্তকে প্রভাবমুক্ত রাখতেই এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগের দিন রোববার জেলার অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ প্রদানকালে ভুক্তভোগী ওই নারী খুলনা রেলওয়ে থানার ওসি ওসমান গনির নাম উল্লেখ করেছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.