চন্দনাইশে ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে মাল্টিমিডিয়া সিস্টেমে ক্লাস নেয়ার পাশাপাশি সাউন্ড সিস্টেমের মাধ্যমে শিক্ষকদের পাঠদানের ব্যবস্থা করেছেন। আগামীতে প্রাথমিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে আরো বৃহৎ আকারে কর্মসূচী গ্রহণ করার সরকারের পদক্ষেপ রয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার ২৯ আগস্ট সকালে উপজেলা অডিটোরিয়ামে ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১টি তে সাউন্ড সিস্টেম, ৪১টি তে প্রজেক্টর বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক সভা সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, গাছবাড়িয়া সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী, আবুল কাশেম বাবুল, ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুবলীগ নেতা ওবাইদুল করিম বাহাদুর, হেলাল উদ্দীন চৌধুরী, হাামিদুর রশিদ চৌধুরী, লোকমান হাকিম, সাইফুদ্দীন প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.