চট্টগ্রামে বিএনপির তিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যুবদলের সংঘর্ষ, আহত ৩

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নাসিমন ভবনস্থ কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ চলাকালে চট্টগ্রাম মহানগর যুবদলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা হলেন- নগর যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হুমায়ুন আহমদ বাবু ও শাহআলম। ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিলেও জুয়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নগর যুবদলের কমিটিতে বাদ পড়া পদপ্রত্যাশী বহিরাগত যুবদল নামধারী শামসু গ্রুপের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে নগর যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। সংঘর্ষ চলাকালে চেয়ার মারামারি ও বেশকিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।

নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, সমাবেশ চলাকালে আমাদের কর্মীরা শ্লোগান দিতে থাকলে ৪০/৫০ জন বহিরাগত যুবক তাদের উপর হামলা চালায়। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বলেন, হামলাকারীরা নগর যুবদলের কেউ না। তারা বহিরাগত। তারা কেন হামলা করেছে জানি না।

কোতোয়ালী থানার ওসি তদন্ত মো. জামাল বলেন, বিএনপির সমাবেশ চলাকালে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে ৩/৪ জন সামান্য আহত হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ থাকলেও তাদের অভ্যন্তরীণ বিষয়ে পুলিশের কোন ভূমিকা থাকার কথা নয় বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.