অল্প বৃষ্টিতেই চকবাজার সয়লাব

0

দিলীপ তালুকদারঃ অল্প বৃষ্টিতেই সয়লাব নগরীর চকবাজার। চাক্তাই খালের নোংরা পানি আর নালার বর্জ্য একাকার হযে পুরো এলাকা সয়লাব হয়ে গেছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে অল্প কিছুক্ষণ  বৃষ্টি হয়। আর এ বৃষ্টির পানিতেই খাল নালা পূর্ণ হয়ে সড়কের উপর চলে আসে নোংরা পানি।

চকবাজার এলাকার দোকানদার এরশাদ উল্লাহ বললেন, সরাকারের মেঘা প্রকল্পের বেড়াজালে নগরীর নাগরিক হিসেবে নোংরা পানিতে বসবাস করতে হচ্ছে। কবে থেকে শুনতেছি চাক্তাই খাল খনন করা হবে। কিন্তু কাজীর গরু খাতায় গোয়ালে নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নোংরা পানিতে হাটাচলার কারনে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

নিউটন দাশ নিটু নামে একজন বাসিন্দা তার ফেইসবুকে লেখেন এই হলো বর্তমান চকবাজার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.