নগরীতে ৩ জন ছিনতাইকারী আটক 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর জুবলী রোড থেকে ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার বেলা ১২ টার সময় কোতোয়ালী থানাধীন জুবলী রোড জলসা শপিং কমপ্লেক্স এর সামনে রাস্তার উপর আসামী মোঃ সাইফুল (২৪) পিছন থেকে বাদীর কাঁধে ঝুলানো ছোট ব্যাগের পকেটের চেইন খুলে ব্যাগের পকেটে থাকা বাদীর বোনের ব্যবহৃত একটি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাদীর বোনের শোর চিৎকারে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে আসামীকে আটক করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে সে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার কথা স্বীকার করে।

বাদী ফজলে আকবর (২২) ও তাহার হেলপার মোঃ সুজন (২৬) গাড়ি নিয়ে শনিবার রাত অনুমান ৮টার সময় কোতোয়ালী থানাধীন নূর আহম্মদ সড়কস্থ মেট্রোপোল কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই আসামী  ফজলে আকবর (২২) ও মোঃ শাহীন (২৮) একটি মোটরসাইকেল যোগে বাদীর গাড়ীর সামনে গিয়ে গতিরোধ করে বাদীকে ও তার হেলপারকে গাড়ীতে ধাক্কা দিয়েছে বলে গাড়ী হতে নামিয়ে মারধরের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

একপর্যায়ে তাদেরকে মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতে থাকে। বাদী তাদের গাড়ীতে ধাক্কা দেননি বলার পরেও আসামীরা বাদীর নিকট হতে নগদ ৪,২০০/- টাকা, ১টি মোবাইল ফোন, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আশেপাশে থাকা পথচারীরা টহল পুলিশকে সংবাদ দিলে এসআই/মোঃ কামাল হোসেন খান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে আসামীদের আটক করেন। এ ঘটনায় ১নং আসামীর চালিত মোটরসাইকেল যার রেজিঃ নম্বর-চট্টমেট্রো-ল-১৩-৩০৫৪ জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ সাইফুল (২৪), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মাজেদা বেগম, সাং-বিঞ্চপুর, শামসুল হক বাবুর্চির বাড়ী, মুকরা ইউপি, রফিক মেম্বারের ওয়ার্ড, ডাকঘর-মুকরা ইউপি, গালস্ স্কুলের পশ্চিম পাশে, থানা-লাঙ্গলকোট, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বিয়াজউদ্দিন বাজার চৈতন্য গলি এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ফজলে আকবর প্রঃ বায়েজিদ (২২), পিতা-মোঃ নুরুল আবছার, মাতা-ছালেহা পারভীন, সাং-খানমোহনা, মোহাম্মদ মিয়ার বাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-রৌফাবাদ, হাউজিং সোসাইটি, স্বপ্নভিলা, নিচ তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,

মোঃ শাহীন (২৮), পিতা-কবির প্রঃ কারেন্ট মিস্ত্রি কবির, মাতা-আমিরুন্নেসা, সাং-রৌফাবাদ কলোনী, কবির মিস্ত্রির বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.