নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের অনুষ্ঠানে এমপি নজরুল

0

চট্টগ্রাম, সিটি নিউজ :  চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চন্দনাইশ উপজেলার সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় বর্তমান প্রজন্মকে আত্মনির্ভরতা অর্জন ও নিজেদের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধিকল্পে উদ্ভাবনী চিন্তার উন্মেষ সাধন করে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের উদ্যোগে প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক সংগঠন সম্মাননা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী,অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ-চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মুহাম্মদ আবুল ফয়েজ।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও বিজিএমইএ’র পরিচালক এএম মাহবুব চৌধুরী, কবি ও নাট্যজন অভিক ওসমান, রিহ্যাব চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতি’র সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, রাজনীতিক মাহবুবুর রহমান শিবলী, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, যমুনা টিভি-চট্টগ্রামর ব্যুরো প্রধান জামসেদ রেহমান, আবুল কাসেম লেদু লোকমান হাকিম, এসএম সাইফুল্লাহ রাহাদ, এএমএস ইসলামাবাদী গাজী, এড. এসএম সিরাজউদ্দৌল্লা, নুরুল আমজাদ চৌধুরী ও এড. নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন শিবলী, মো. বোরহান উদ্দিন, সাইফুদ্দিন হিরু, তানভীর আহমেদ ছিদ্দিকী, আব্দুল মন্নান হৃদয়, এনাম হোসেন হিরু, জাহেদুল ইসলাম, কপিল চৌধুরী, একেএম নাঈমুদ্দিন সায়েম, ইরফান সাদেক শুভ, মো. ইব্রাহিম, ইলিয়াস আহমেদ, সৈয়দ মুহাম্মদ তায়ছির, আসিফুল ইসলাম খান, সাজ্জাদ চৌধুরী, তৌফিক আলম জোহাদি, হুমায়রা আফরিন, আরিফ রুবেল, শাহ নেওয়াজ ইরফান ও সানাউল্লাহ আরভিন প্রমুখ।

এসময় জেএসসি, এসএসসি, এইচএসসি/সমমানের পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ দেয়া হয়। এছাড়াও চন্দনাইশব্যাপী সামাজিক ক্ষেত্রে অবদান রাখা ৯টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.