বর্জ্য অপসারণে মাঠে চসিকের ২ হাজার কর্মী

0

সিটিনিউজবিডি : ঈদুল আযহায় কোরবানি দেয়া পশুর বর্জ্য অপসারণে বন্দরনগরীতে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার পরিচ্ছন্ন কর্মী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে নগরজুড়ে একযোগে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে পরিচ্ছন্ন কর্মীরা।

সন্ধ্যা ৭টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের টার্গেট নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী বলেন, সকাল ১০টা থেকে আমরা পুরোদমে বর্জ্য অপসারণের কাজ শুরু করে দিয়েছি। আশা করছি ৭টার মধ্যেই সব বর্জ্য আমরা সরিয়ে ফেলতে সক্ষম হব।

ঈদুল আযহায় কোরবানির বর্জ্য অপসারণ পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিটি করপোরেশন।

নগরীর ৪১ ওয়ার্ডকে চারভাগে ভাগ করে সার্বক্ষণিক বর্জ্য অপসারণ কার্যক্রম নজরদারি করছে একাধিক ভিজিল্যান্স টিম। ১১ ওয়ার্ড নিয়ে উত্তর, ১০টি নিয়ে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জোনে ১০টি করে মোট ৪১ ওয়ার্ডকে ভাগ করে দামপাড়ায় খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ৪টি জোনে বিবিরহাট, গোসাইলডাঙ্গা, দেওয়ান বাজার ও সরাইপাড়া ওয়ার্ড কার্যালয়ে ৪টি সাব কন্ট্রোল রুম খোলা হয়েছে।

নগরীতে অতিরিক্ত ৩০টি কন্টেইনার বসানো হয়েছে। এছাড়া বর্জ্য অপসারণে ১৫০টি ট্রাক, ১০টি কন্টেইনার ম‍ুভার, ১৫টি ট্রলি, ৫০টি ভ্যানগাড়ি সার্বক্ষনিকভাবে নিয়োজিত আছে। এছাড়া পরিচ্ছন্ন কাজের জন্য করপোরেশনের পানির গাড়ি আছে। প্রাণী জবাইয়ের স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

প্রতিটি ওয়ার্ডে ১‘শ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বলে জানান শফিকুল মান্নান ছিদ্দিকী।

প্রতিটি জোনে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য একজন কাউন্সিলরকে আহবায়ক করে কমিটি করা হয়েছে। উত্তর জোনের আহবায়ক ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, দক্ষিণ জোনের আহবায়ক ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, পূর্ব জোনের আহবায়ক ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক এবং পশ্চিম জোনের আহবায়ক সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমিনা খানম।

বর্জ্য অপসারন সংক্রান্ত যে কোন বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ৬৩৩৬৪৯, ৬৩০৭৩৯, ০১৭১২-২৫২৬১৫, ০১৮৪২-১৯৯১৯৯।

উত্তর জোনের অধীনে ১১টি ওয়ার্ড- ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ, ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৬নং পূর্ব ষোলশহর, ৭নং পশ্চিম শোলকবহর, ৮নং শোলকবহর, ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার ও ২১নং জামালখান ওয়ার্ড।

দক্ষিণ জোনে ১০টি ওয়ার্ড- ২৩নং উত্তর পাঠানটুলী, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ, ২৮নং পাঠানটুলী, ২৯নং পশ্চিম মাদারবাড়ি, ৩৬নং গোসাইলডাঙ্গা, ৩৭নং হালিশহর মুনির নগর, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯নং দক্ষিণ হালিশহর, ৪০নং উত্তর পতেঙ্গা ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।

পূর্ব জোনে ১০টি ওয়ার্ড- ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া, ২০নং দেওয়ান বাজার, ৩০নং পূর্ব মাদারবাড়ি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গী বাজার, ৩৪নং পাথরঘাটা ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড।

পশ্চিম জোনে ১০টি ওয়ার্ড- ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২২নং এনায়েত বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.