স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন

0

সিটিনিউজবিডি : মিনায় হুড়োহুড়ির সময় স্ত্রীকে বাঁচাতে গিয়েই পদদলিত হয়ে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের দক্ষিণপাড়ার গোলাম মোস্তফা খালেক (৫৫)।

রেলওয়ের টেলিকম বিভাগের এই কর্মচারী অবসর গ্রহণের পর স্ত্রী রওশন আরা মৃধাকে নিয়ে এবার হজ পালন করতে যান। রাজধানীর বনানীর সাকের ট্রাভেলস এন্ড ট্যুরস’র মাধ্যমে মক্কায় যান ২১ আগস্ট।

গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন শনিবার বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে মোয়াল্লেম (হজের প্রশিক্ষক) সাইফুল ইসলামের মাধ্যমে আমরা আব্বুর মৃত্যুর খবর পাই।’

ইয়াছিন বলেন, ‘তিনি আমাদের জানিয়েছেন, আব্বা পদদলনের সময় আম্মাকে সেইভ (রক্ষা) করতে গিয়েই মারা গেছেন। আম্মা পড়ে যাওয়ার পরই আব্বা তাকে জড়িয়ে ধরে পড়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আব্বাই চলে গেলেন। এ সময় আম্মাও পায়ে ব্যাথা পান।’

গোলাম মোস্তাফার পরিবার ঢাকার আশকোনায় বাস করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায়। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছেন।

ইয়াছিন জানান, ঘটনার পর বেঁচে যাওয়া মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। হজে গিয়ে তাদের বাবার মৃত্যুর ঘটনার পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে আত্বীয় স্বজনরা এসে শান্তনা দিতে আসছেন।

প্রঙ্গত, বৃহস্পতিবারের পদদলনের ওই ঘটনায় ৭১৭ জন নিহত ও ৮৬৩ আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। এর মধ্যে বাংলাদেশেরও পাঁচজন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও ১০৩ জন নিখোঁজ রয়েছে বলে সংশ্লিষ্ট হজ এজেন্সিগেুলো জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.