মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে

0

সিটি নিউজ ডেস্ক :  চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি ট্যালেন্ট এ্যায়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। আজকের তরুণরা আগামীদিনের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানা কেউ কোনদিন দেশদ্রোহী কিনবা জঙ্গিবাদে জড়াবে না। সুন্দর আত্মনির্ভরশীল দেশ গঠনে নতুনদের সু-শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া সকলের নৈতিক দায়িত্ব।

বিজয় দিবস গত ১৬ ডিসেম্বর চন্দনাইশ সদরস্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার সভাপতি সাংবাদিক নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌঃ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মতিন, ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, আমাদের নতুন সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি, সাংবাদিক কে এম আলী হাসান, সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রকিবুল হোসেন। সভায় মূখ্য আলোচক ছিলেন সাহিত্যিক, শিক্ষাবিদ শাহাজাহান আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজ।

সাধারণ সম্পাদক তা-ই-মুল আদনান তানিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইমরানুল হক চৌধুরী, রুবেল দত্ত, দপ্তর সম্পাদক এম এ ওয়াহেদ ভুঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাকিব, মোহাম্মদ আরফান আনিস, শাহ আলিপ মোহাম্মদ সজীব,এনামুল করিম রিদুয়ান , আরাফাতুর রহমান, জিল্লুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি ট্যালেন্ট পরীক্ষায় অংশগ্রহণ কারী উত্তির্ন ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.