‘তারুণ্যের কান্ডারী ‘ উদ্যোক্তা ইমরান আহমেদ

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ৫ম বারের মতো চট্টলার বীর ও তারুণ্যের কান্ডারি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ‘ক্লিক’ পরিবার।

২০১৯ সালের তারুণ্যের কান্ডারি হিসেবে মনোনীত হয়েছেন স্পীকার’স কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা ইমরান আহমেদ।

বুধবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় সফল ব্যক্তির হাতে সফলতার শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান।

এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক খন্দকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালাল উদ্দিন সাগর।

ক্লিক পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্বোধক সিএমপি কমিশনার বলেন,ভালো কাজ মানুষকে বিশাল করে তুলে।আমাদের এই চট্টগ্রাম যাদের গুণে আজ বিশ্বব্যাপী পরিচিত ও সমাদৃত হয়েছে এবং হচ্ছে তাদেরকে সম্মান জানিয়ে ক্লিক ভালো কাজ করার জন্য যে উৎসাহ জুগিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.