বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য বড় প্রেরণা

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতা অর্থবহ হয়েছিল। বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে মানুষ দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য ছিল একটি বড় প্রেরণা। এদিনটি আমাদের দেশ গড়ার লক্ষ্যে ঝাপিয়ে পড়ার প্রেরণা যোগায়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি ) সকাল ১১টায় আন্দরকিল্লা সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, বন সম্পাদক এড: মুজিবুল হক, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, কায়সারুজ্জামান খান ফারুক, আবুল কালাম আজাদ, কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, নুরুল হুদা, আবদুল হক, কৃষ্ণারানী দাশ, তামান্না সুলতানা, অধ্যাপিকা ফাহমিদা জাহেদ চৌধুরী, নিলুফার জাহান বেবী, কায়কোবাদ ওসমানি, আবদুল্লাহ আল নোমান, এম মঞ্জুর আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.