মা ইলিশ ধরায় ১৮০ জেলেকে আটক

0

সিটিনিউজবিডি : নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম উপকূল থেকে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১৮০ জেলেসহ ১২টি নৌকা আটক করেছে কোস্টগার্ড। এ সময় ওই সব নৌকা থেকে আনুমানিক ৬০ মন মা ইলিশ মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতভর এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ রুপসি বাংলা।

বিষয়টি নিশ্চিত করেছেন রুপসি বাংলা জাহাজের অধিনায়ক ও কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা ল্যাফটেনেন্ট কমান্ডার ম. ফয়জুল ইসলাম।

তিনি জানান,‘বাঙ্গপোসাগরে সরকার নিষিদ্ধ মা ইলিশ মাছ সংরক্ষণে কোস্টগার্ডের জাহাজ রুপসি বাংলা বৃহস্পতিবার রাতভর অভিযান চালায়। এসময় মা ইলিশ মাছ ধরার অপরাধে অপরাধে ১৮০ জেলেসহ ১২টি ফিশিংবোট আটক করেছে কোস্টগার্ড। প্রতিটি নৌকা থেকে ৫ থেকে ৬ মন মা ইলিশ মাছ জব্দ করা হয়। মোট মাছের পরিমাণ আনুমানিক ৬০ মন।’

গত ২৭ আগস্ট সচিবালয়ে ইলিশ সংরক্ষণ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রজনন মৌসুমে (২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ইলিশ মাছ ধরা, বাজারজাতকরন, সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.